প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০
সারাদেশে বিএনপির ডাকা টানা ৩ দিনের অবরোধে হাজীগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে ২টি মামলা দায়ের করেছে। এসব মামলায় বিএনপি-জামায়াতের ১শ’ ২৬ নামীয় ও বহুজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ১১ জনকে আটক করেছে। আটককৃত সবাইকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃত সবাই বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
পুলিশ সূত্রে জানা যায়, সারাদেশের ন্যায় হাজীগঞ্জে বিএনপি দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে গত রোববার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কিছু স্থানে পিকেটিং করে ও অবরোধকে সফল করার লক্ষ্যে সোমবার সকালে যুবদল নেতৃবৃন্দ মিটিং করে। মঙ্গলবার সকালে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে অবরোধকারীদের সাথে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একই দিন দুপুরে বাকিলা বাজারে সড়ক অবরোধকালে এবং রাতে হাজীগঞ্জ-কচুয়া সড়কের হোয়াইট হাউজের সামনে নাশকতার ঘটনা ঘটে। সব মিলিয়ে ১১ জনকে আটক করে পুলিশ। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে ভিন্নভাবে দুটি মামলা দায়ের করে। এর মধ্যে একটি মামলায় ৬১জন নামীয়, অপর মামলায় ২৬জন নামীয়সহ উভয় মামলায় বহুজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নাশকতা করাকালে বিভিন্ন এলাকা থেকে সব মিলিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়। আদালত তাদেরকে জেল হাজতে পাঠায়। অপর এক প্রশ্নে এই কর্মকর্তা দুটি মামলার বিষয় নিশ্চিত করেন।