মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০০:০০

যুবকদের কারিগরি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণ নিতে হবে
কামরুজ্জামান টুটুল ॥

‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে হাজীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা কমপ্লেক্সের সামনে র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা, যুব ঋণের চেক বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং নিবন্ধনকৃত শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ সময়ের সাথে তাল মিলিয়ে যুবকদের কারিগরি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ও প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও ঋণের পরিধি বাড়াতে হবে। তাহলে যুবকরা চাকরির জন্যে ঘোরাঘুরি করবে না।

তিনি বলেন, যুবকদের কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দিতে পারলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকার সমস্যার সমাধান হবে। পাশাপাশি যুবকরা মাদকসহ সামাজিক অপরাধমূলক কাজ থেকে দূরে থাকবে। এতে আইন-শৃঙ্খলার উন্নতি হবে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিকের সভাপ্রধানে উপজেলা পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত আলোচনার সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌঃ মোঃ জাকির হোসাইন, সফল আত্ম যুবকর্মী শিপল চন্দ্র দাস, রাজিয়া প্রমুখ।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শরীফুল ইসলাম ও গীতা পাঠ করেন লিপি কর্মকার। আলোচনা শেষে যুবকদের মাঝে প্রশিক্ষণ সনদ, যাতায়াত ভাতা, যুব ঋণের চেক বিতরণ ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন এবং নিবন্ধনকৃত শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে যুব দিবসে ৫ জন যুবকর্মীর মাঝে ৬ লাখ টাকা ঋণের চেক এবং আত্মকর্মী হিসেবে শিপন চন্দ্র দাস, রাশেদুজ্জামান পাটওয়ারী ও রাজিয়া বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামসহ অন্য সরকারি কর্মকর্তা, নিবন্ধিত যুব সংগঠনের নেতৃবৃন্দ ও আত্মকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়