বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০

রোকনুজ্জামান রোকন নিসচা’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক
অনলাইন ডেস্ক

আগামী ১ ডিসেম্বর ২০২৩ নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে ২৬ অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়। নিসচা চেয়ারম্যান উদযাপন কমিটির অনুমোদন দিয়েছেন। ৪৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন মহাসচিব লিটন এরশাদ। উদযাপন কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মোঃ রোকনুজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও এ কে আজাদ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন কাইয়ুম খান।

কমিটির অন্য সদস্যরা হলেন : বেলায়েত হোসেন খান নান্টু, মোঃ গণি মিয়া বাবুল, আসাদুর রহমান, এস এম আজাদ হোসেন, জহিরুল ইসলাম মিশু, অ্যাডঃ তৌফিক আহসান টিটু, সৈয়দ একরামুল হক, এ.কে.এম. ওবায়দুর রহমান, ইঞ্জিঃ মোঃ নাহিদুল ইসলাম, মোঃ মফিজুর রহমান খান বাবু, মোঃ মহসিন হোসেন খান, এম. নাহিদ মিয়া, কামাল হোসেন খান, শারমিন সুলতানা, সেকান্দার আলম রিন্টু, শফিক আহমেদ সাজিব, আব্দুল কাদের চৌধুরী মুন্না, এম. ইকবাল হোসেন, এম. জামাল হোসেন মণ্ডল, মোঃ আলাল উদ্দিন, মোঃ নূরুল হুদা, আব্দুর রাজ্জাক, অ্যাডঃ দীপক কুমার সরকার, তাহমিদ ঈশাদ রিপন, ড. হরিপদ রায়, মোঃ রকিবুল ইসলাম সোহাগ, মোঃ ইমরান হোসেন, মোঃ মন্টু, মোঃ আনোয়ার হাবিব কাজল, লায়ন সাব্বির আহমেদ হাজরা (শ্যামল), মোঃ ফজলুল হক পাটোয়ারী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ হানিফ তালুকদার, মোঃ মিজানুর রহমান, হাফেজ মাওলানা নাজমুল আলম, মোঃ ফেরদৌস, সাইফুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইমরান হোসেন (রানা) শিকদার, বিকাশ দাস গুপ্ত, মোঃ ইসমাইল হোসেন, হামিদুল হক শিখিল ও অ্যাডঃ মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিবারের ন্যায় এবারও প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘নিরাপদ’ নামে স্মরণিকা প্রকাশ করা হবে। এ কারণে একই দিনে প্রকাশনা কমিটি ও অর্থ কমিটির অনুমোদন দেন নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। অর্থ উপ-কমিটির আহ্বায়ক আসাদুর রহমান, সদস্য সৈয়দ একরামুল হক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ফজলুল হক পাটোয়ারী, মোঃ ফেরদৌস, সাইফুল ইসলাম এবং প্রকাশনা কমিটির আহ্বায়ক এ. কে. আজাদ, সদস্য মোঃ গণি মিয়া বাবুল, এ.কে.এম. ওবায়দুর রহমান, মোঃ মহসিন হোসেন খান, আব্দুর রাজ্জাক, কামাল হোসেন খান, মোঃ আলাল উদ্দিন, মোঃ রকিবুল ইসলাম সোহাগ ও ইঞ্জিঃ মোঃ ইয়াছিন ইকরাম খান।

উল্লেখ্য, নিসচা প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এবং মহাসচিব জনাব লিটন এরশাদ পদাধিকার বলে উদযাপন ও সকল উপ-কমিটির কমিটির সদস্য।

বিবৃতিতে নিসচা জানিয়েছে, এবারও গত বছরের ন্যায় দুগ্ধজাত ছাগল (মাতৃছাগল) সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হবে। এক্ষেত্রে কেন্দ্র থেকে একটি ছাগল এবং শাখা থেকে একটি ছাগলসহ মোট ২টি ছাগল (কমপক্ষে) বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে। কোনো শাখা দুইয়ের অধিক ছাগল বিতরণ করবে বলে জনিয়েছে।

১ ডিসেম্বর ২০২৩ নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উদযাপন কমিটিসহ অনুমোদিত সকল কমিটির আহ্বায়ক-সদস্য সচিব ও সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সেই সাথে তিনি প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান, সড়ক দুর্ঘটনারোধে সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই’ প্রতিষ্ঠা হয়েছে দেশের সড়ক দুর্ঘটনা রোধ করার জন্যে। আমরা চাই সবার সক্রিয় প্রচেষ্টায় আমরা একদিন নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। তিনি সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি উদযাপনের আহ্বান জানান।

উল্লেখ্য, রোকনুজ্জামান রোকন জাতীয় দৈনিক অনুপমা, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুরজমিন-এর সম্পাদক ও প্রকাশক, চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টার, চাঁদপুরজমিন মার্কেট, আর. এম. ইলেক্ট্রনিকস লিমিটেড, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা। এছাড়া নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, জাতীয় নিরাপদ সড়ক-২০২২-এর সদস্য সচিব, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, যুব রেড ক্রিসেন্ট চাঁদপুরের সাবেক যুবপ্রধান, চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ, ঢাকা সবুজবাগ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, অল সিটিজেন ঢাকার নির্বাহী কমিটির সদস্য, ঢাকাস্থ চাঁদপুর জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদক, ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক, ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রতিষ্ঠাতা প্রচার সম্পাদক, পুরাণবাজার হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, চাঁদপুর ডায়াবেটিক সমিতির নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি রাজবাড়ী জামে মসজিদের সাবেক সভাপতি, মোল্লাবাড়ি হাফিজিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব, চাঁদপুর জেলা খেলাফত আন্দোলনের সাবেক সভাপতি, চাঁদপুর জেলা খেলাফত ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি, চাঁদপুর রঘুনাথপুর হাজী করিম খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি, চাঁদপুর ডিএন হাইস্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোকনুজ্জামান রোকন জীবনের বেশির ভাগ সময়ই সেবামূলক কাজে সময় ব্যয় করেছেন। তিনি আগামীতে ৩০ বছরের ঐতিহ্যবাহী সংগঠন নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মনোনীত হওয়ায় নিজেকে ধন্য মনে করছেন এবং এই দায়িত্ব যেনো সঠিকভাবে পালন করতে পারেন সেজন্যে সকলের দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়