প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০০:০০
বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সড়কে নাশকতা করার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ ৯ জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ৩১ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুহসীন আলম।
সারাদেশে বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে সড়কে নাশকতা করার অভিযোগে চাঁদপুরে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি (৫৬), পৌর ১৪নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক শেখ সালমান (৪২), সিনিয়র সহ-সভাপতি সফিকুর রহমান (৬৫), কল্যাণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ প্রধানিয়া (২৭), বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম বেপারী (৩৫), সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলু (৩৫), পৌর ১২নং ওয়ার্ডের ৪নং মহল্লা কমিটির বিএনপির সাধারণ সম্পাদক হিম্মত খান (৬৪), কলেজ ছাত্রদল নেতা অয়ন বকাউল (২৪), পৌর ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক অয়ন তালুকদার (২২)।
আটক এই ৯ জনকে গত রাতে এবং অবরোধ চলাকালে বিভিন্ন সময় আটক করা হয় বলে মডেল থানা পুলিশ জানিয়েছে।
বিএনপির আহ্বানে গত রোববার হরতালের পর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অবরোধ চলছে। তবে মাঠে বিএনপির নেতা-কর্মীদের তৎপরতা কম ছিল। রাজপথে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম বলেন, নাশকতার চেষ্টাকালে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্ন স্থান থেকে ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।