প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে এফ.বি.এম ব্রিক ফিল্ডের মাটি চাপায় স্বপন (৪২) নামের এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বপন নোয়াখালী জেলার মাইজদী গ্রামের দুলালের ছেলে।
জানা যায়, চুক্তিভিত্তিক হিসেবে ব্রিক ফিল্ডে স্বপন ইট তৈরির কাজ করতো। কাজ করার সময় মাটির স্তুপ ধ্বসে পড়ে সে মাটি চাপা পড়ে। ঘটনার প্রায় ১ ঘণ্টা পর তাকে উদ্বার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানায়, শ্রমিক স্বপনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আমরা সদর মডেল থানা পুলিশকে বিষয়টি অবহিত করি।
ইটভাটার ম্যানেজার মোঃ হানিফ হাজী জানান, শ্রমিক স্বপন মাটি কাটতে ঢালের দিকে ঢুকে যায়। হঠাৎ মাটির ঢাল ভেঙ্গে সে নিচে চাপা পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ শেখ মুহসীন আলম জানান, ঘটনার খবর শুনে হাসপাতাল থেকে লাশটি উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।