প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এক দিনের সফরে আজ চাঁদপুর আসছেন। তিনি আজ ২৭ অক্টোবর শুক্রবার সকাল ৭টায় নৌপথে রওয়ানা হয়ে সোয়া ১০টায় চাঁদপুরে পৌঁছবেন। দুপুর আড়াইটায় ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের গান্ধী ভবনে মুজিব একটি জাতির রূপকার বায়োপিকের প্রদর্শনীতে উপস্থিত থাকবেন
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ উপস্থিত থাকবেন।
এছাড়াও তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।