প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে ফরিদগঞ্জে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী সম্পন্ন হয়েছে। সকালে দশমী বিহিত পূজা শেষে বিকেলে উপজেলার ২০টি পূজা মণ্ডপের প্রতিমাগুলো নিকটস্থ জলাশয়ে বিসর্জন দেয়া হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস জানান, দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা শেষে আগামী বছরের জন্যে দুর্গা মাকে আমন্ত্রণ জানিয়ে প্রতিটি পূজা মণ্ডপ এলাকার সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গা মাকে এ বছরের জন্যে বিদায় জানায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জন পর্যন্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা বজায় রাখে।