প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
নিবন্ধনহীন পশু চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ রিয়াদ পোল্ট্রি ও হ্যাচারী ফিড নামক প্রতিষ্ঠানে এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান মানিক।
এ সময় রিয়াদ পোল্ট্রি ও হ্যাচারী ফিডের মালিক ও কথিত পশু চিকিৎসক আলহাজ্ব মোঃ নূরুল ইসলামের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা দায়ের এবং মামলায় তাকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। নিবন্ধন ও সনদ ব্যতীত ভেটেরিনারি প্র্যাকটিস করার অপরাধে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ অনুযায়ী তাকে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আগামী এক মাসের মধ্যে আলহাজ্ব নূরুল ইসলামকে নিবন্ধন করার জন্য সময় বেঁধে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শাহিন মিয়া ও হাজীগঞ্জ থানা পুলিশেরর একটি টিম।