প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
গত সোমবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম চাঁদপুর জেলার বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় শুভেচ্ছা উপহার প্রেরণ করেন। সেসব গ্রহণ করার পর চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডএর নির্দেশক্রমে সংশ্লিষ্ট সার্কেল ও সকল থানার অফিসার ইনচার্জ বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় উপহার বিতরণ করেন। এতে পূজা কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ধন্যবাদ জ্ঞাপনসহ ভূয়সী প্রশংসা করেন।
শুভেচ্ছা উপহার বিতরণকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও শারদীয় দুর্গা পূজা উদযাপনের নেতৃবৃন্দসহ সম্প্রীতি কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।