বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০

কচুয়ায় গোলাম হোসেনের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন
মোহাম্মদ মহিউদ্দিন ॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন টানা ২ দিনে কচুয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি ২২ ও ২৩ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত কচুয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। প্রথম দিন রোববার কোয়া পোদ্দার বাড়ি, দাস বাড়ি, মাছিমপুর, কড়ইশ, ডুমুরিয়া, কড়ইয়াসহ উপজেলার ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরদিন সোমবার ঘাগড়া, দোয়াটি, পালখাল, সাচার ও বায়েক মন্দির পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। ঘাগড়া পূজা মন্দিরে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে ধর্মণ্ডবর্ণ নির্বিশেষে এ দেশ আমাদের সকলের। আপনাদের ধর্মীয় উৎসব পালনে কোনো অপশক্তি আপনাদের রূখতে পারবে না বা বাধা দিতে পারবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপশি স্থানীয় জনগণ আপনাদের সহযোগিতা করছে ও করবে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ এ উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন অসম্প্রদায়িক ও সুন্দর কচুয়া গড়ে তুলতে সবাই একসাথে কাজ করি।

পূজামণ্ডপ পরিদর্শনকালে জনাব গোলাম হোসেনের সফরসঙ্গী ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির, সাংগঠনিক সম্পাদক বাতেন সরকার, সৈয়দ আঃ জব্বার বাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির প্রধান, যুগ্ম সম্পাদক শরীফ আহমেদ মিয়া, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু, সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর, উপদেষ্টা সন্তোষ চন্দ্র সেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, লিটন মুন্সি, আমিন উদ্দিন, সেলিম মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মনির হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী, মিজানুর রহমান সর্দার, সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নূরে আলম, আব্দুস সামাদ আজাদ, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ চৌধুরী রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ, জাহাঙ্গীর আলম, শ্রমিক লীগ নেতা কামরুজ্জামান বাচ্চু, ছাত্রলীগ নেতা হোসাইন, রাশেদ, শাহাদাতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়