প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ০০:০০
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, আমরা সকলে মিলে আমাদের সমাজ থেকে সকল দুর্গতি দূর করবো। দেবীর আগমনে আপনারা পৃথিবী থেকে সকল অপরাধ ও পাপ দূরে সরিয়ে দেওয়ার ব্রত গ্রহণ করেন। আমি মনে করি যে, বাংলাদেশের সকল মানুষ ধর্ম নির্বিশেষে এ আদর্শের অনুসারী। আপনাদের দুর্গতিনাশিনী যে বাণী স্বর্গ থেকে মর্ত্যে নিয়ে এসেছেন, সে বাণীর মর্মার্থ অনুসরণ করে আমাদের সমাজ থেকে যদি সকল দুর্গতি, সকল শত্রুতা, সকল অনাচার ও সকল অবিচার আমরা দূর করি তাহলে নিশ্চিতভাবে আমাদের এ সমাজকে সত্যিকারের উন্নত সমাজ ও স্বর্গীয় সমাজে উপনীত করতে সক্ষম হবো। সেই লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এক সাথে কাজ করবেন। দুর্গতিকে দূর করে দুর্গতিনাশিনীর শুভাগমনকে আপনারা সার্থক করবেন--আমি এ কামনা করি। আপনাদের এই পূজা সার্থক হোক।
তিনি সোমবার সন্ধ্যায় কচুয়া পৌরসভাধীন কোয়া পোদ্দার বাড়ির সর্বজনীন দুর্গামন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি ওইদিন সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত কচুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। বিশেষ করে কোয়া পোদ্দার বাড়ি, দাস বাড়ি, বড়হায়াতপুর, কড়ইয়া, ডুমুরিয়া, দোয়াটি ও সাচারসহ উপজেলার ১৭টি পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান শাহরিয়ার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহীদ দর্জি, কামরুন্নাহার ভূঁইয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা সহিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফণী ভূষণ মজুমদার তাপু, উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মানিক মজুমদার সোহাগ, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, মোহাম্মদ মহিউদ্দিন ও ফরহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, মোঃ রাছেল, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রমুখ।