বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

লক্ষ্য একটাই সকল বাধা অতিক্রম করে আমরা ঢাকায় যাবো
স্টাফ রিপোর্টার ॥

সাবেক চীফ হুইপ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশবাসীকে বাঁচাতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ১০০ টাকার নিচে কাঁচা সবজি নেই। আলুর কেজি ৫০ টাকা। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে টাকা লুট করে নিয়ে যাচ্ছেন আর কানাডা, মালয়েশিয়া, ব্যাংকক ও সিঙ্গাপুরে বাড়ি বানাচ্ছেন। আমাদের মা বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্যে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন, সুচিকিৎসার জন্য বিদেশে নিতে দিচ্ছেন না। যেখানে বিশ্ব বিবেক বলছে বেগম জিয়ার উন্নত চিকিৎসা দরকার, সরকার বলছে চিকিৎসার দরকার নেই। আমাদের লক্ষ্য একটাই, বিএনপির প্রতিটি নেতা-কর্মী সকল বাধা অতিক্রম করে ঢাকায় যাবে, মহাসমাবেশকে সফল করবে।

তিনি ২৩ অক্টোবর সোমবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ভাগ্যের নির্মম পরিহাস, এমন একটি রাজনৈতিক দল আজ ক্ষমতায় যারা গণতন্ত্র বুঝে না, তারা কেবল বুঝে ক্ষমতা আর টাকা। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট দূর করতে হলে এই মুহূর্তে দরকার শহীদ জিয়ার আদর্শের দলকে দেশ পরিচালনা করার দায়িত্বে আনা। সেই কারণে তারেক রহমান তার বুকভরা দুঃখ কষ্টের মধ্যে চোখের পানি মুছেও ১৬ কোটি মানুষের দিকে তাকিয়ে আছেন। কোনো পদের দিকে তাকিয়ে থাকবেন না, দলের প্রতিটি নেতা-কর্মী চাঁদপুর থেকে শেখ ফরিদ আহমেদ মানিক ও অ্যাডঃ সেলিমের নেতৃত্বে ২৮ তারিখ ঢাকায় যাবেন।

তিনি মহাসমাবেশ সফল করার জন্য চাঁদপুরের প্রতিটি সাংগঠনিক টীমের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, জেলা বিএনপির সহ-সভাপতি শরীফ মোঃ ইউনুছ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, সদর উপজেলা সভাপতি শাহজালাল মিশন, হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু।

এছাড়াও বক্তব্য রাখেন মতলব দঃ উপজেলার সফিকুল ইসলাম সাগর, কচুয়া উপজেলা যুগ্ম সম্পাদক, মঞ্জুরুল আলম সেলিম, শাহরাস্তি পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, কৃষক দল কেন্দ্রীয় নেতা ও জেলা সভাপতি এনায়েত উল্লাহ খোকন, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল, জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা তাঁতী দলের আহ্বায়ক আলী আহম্মদ সরকার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, ওলামা দলের জেলা সভাপতি মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

জেলা বিএনপি সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আখতার হোসেন মাঝি, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ মিজানুর রহমান, ডিএম শাহজাহান, হাজীগঞ্জের মোল্লা মাহমুদ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নেতা ডাঃ শামীম আহমেদ, ড্যাব নেতা সরকার শামীম, কৃষক দল কেন্দ্রীয় নেতা ওবায়দুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, চাঁদপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদের বেপারীসহ বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়