বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৩, ০০:০০

আবহমানকাল থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন রয়েছে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

মুহম্মদ শফিকুর রহমান এমপি বলেছেন, আবহমানকাল থেকে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন রয়েছে। হিন্দু-মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে উপস্থিত থেকে উৎসবের আনন্দকে ভাগাভাগি করে নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সেই ঐতিহ্যকে ধরে রেখে এদেশের মানুষের জন্যে কাজ করে গেছেন। একইভাবে বাংলাদেশ আওয়ামী লীগও তার রাজনৈতিক আদর্শে অসাম্প্রদায়িক চেতনা লালন করে। তাই তো শারদীয় দুর্গা পূজার উৎসবে আমরা এখানে ছুটে এসেছি।

তিনি বলেন, দেবী দুর্গা মর্ত্যে এসেছেন অসুর বিনাশে। আমাদের সমাজে থাকা অসুররূপী দুর্বৃত্তরা সমাজে অশান্তি সৃষ্টি করতে পাঁয়তারা করছে। এদের বিনাশ করতে প্রয়োজন ঐক্যবদ্ধতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই সম্ভব এসব অসুরকে ধ্বংস করা। এই চেতনাকে ধরে রাখতে আওয়ামী লীগকে বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। উন্নয়নের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে আপনারা থাকবেন বলে বিশ্বাস করি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। রোববার (২২ অক্টোবর) উপজেলা সদরের দুটি পূজা মণ্ডপ এবং সোমবার (২৩ অক্টোবর) বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা এলাকার তিনটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন মুহম্মদ শফিকুর রহমান এমপি। এ সময় তাঁর সাথে ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়