প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলার ৪৬টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। রোববার মহাষ্টমীতে শিক্ষামন্ত্রীর পক্ষে মন্দিরগুলোর কমিটির নেতৃবেৃন্দের হাতে অনুদান তুলে দেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয় সম্পাদক অজয় কুমার ভৌমিক, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সম্মিলিত সাংস্কৃতি জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক অভিজিত রায়, জেলা যুব ঐক্যের সদস্য সচিব পার্থ গোপাল দাস ও যুগ্ম আহ্বায়ক জয় নাগ।