বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুর বাংলায় হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি : -------জেলা প্রশাসক কামরুল হাসান
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা মণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন। শনিবার ২১ অক্টোবর রাতে মতলব দক্ষিণ উপজেলা সদরে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিএিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, বঙ্গবন্ধুর বাংলায় হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেই সম্প্রীতির মেলবন্ধন শারদীয় দুর্গোৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উৎসবমুখর পরিবেশে এ উৎসব উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ একসাথে কাজ করছে। আমরাও ছোট বেলায় এ পূজায় যেতাম ও আনন্দ করতাম।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করছে। এ উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়