প্রকাশ : ২২ অক্টোবর ২০২৩, ০০:০০
‘অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ’ এ লক্ষ্য নিয়ে ২১ অক্টোবর চাঁদপুর জেলার উত্তর মতলব, দক্ষিণ মতলব, কচুয়া ও শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
এছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ চাঁদপুর জেলা পূজা উদযাপন কমিটির সাথে সংশ্লিষ্ট সুধীজন ও আইন-শৃঙ্খলার সাথে নিয়োজিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উৎসব পালন করার জন্যে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জেলার শীর্ষ কর্মকর্তাবৃন্দ।