বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে জেলা প্রশাসন অলিম্পিয়াড
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তিতে জেলা প্রশাসন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা হতে বিকেল ৩টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে বিয়াম ল্যাবরেটরী স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, বাংলা বিভাগের প্রভাষক রফিকুল ইসলাম ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের শিক্ষিকা কানিজ ফাতেমাতুজ জোহরা। প্রতিযোগিতায় কুইজ ও বহু নির্বাচনী প্রশ্নে ৯ম ও ১০ম শ্রেণি (বিজ্ঞান) ক্যাটাগরীতে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ১ম, ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় ২য় ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। ৯ম ও ১০ম শ্রেণি (মানবিক ও ব্যবসায় শিক্ষা) ক্যাটগরীতে দক্ষিণ সূচীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ১ম, নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় যৌথভাবে ২য় স্থান ও সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। এছাড়া প্রতিযোগিতায় ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি ক্যাটাগরীতে রাগৈ উচ্চ বিদ্যালয় ১ম ও সূচীপাড়া উচ্চ বিদ্যালয় ২য় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। উপস্থিত ছিলেন বিচারকম-লী, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়