প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৫ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। ১৯ অক্টোবর বৃহস্পতিবার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার মেঘনা নদী থেকে জেলেদের আটক করা হয়।
আটককৃতরা হলো : চাঁদপুর সদরের রাজরাজেশ্বর গ্রামের আবদুল মাঝির ছেলে কাদির মাঝি (৩০), তার ভাই শাহজালাল মাঝি (৪৫), দুলাল সরদারের ছেলে শাহআলম সরদার (১৯), হানিফ দর্জির ছেলে ওসমান দর্জি (১৯) ও সেরাজল হাওলাদারের ছেলে হযরত আলী হাওলাদার (১৯)।
মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে উপজেলার বাহাদুরপুর এলাকার মেঘনা নদী থেকে ৫ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আাইন ১৯৫০ (সংশোধন ২০২৩) ধারা আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেলহাজতে প্রেরণ করা হয়েছে।