বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড
স্টাফ রিপোর্টার ॥

সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর বৃহস্পতিবার জেলা পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সভাপতি, সেক্রেটারীগণ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি ও সেক্রেটারীর অংশগ্রহণে জেলা পুলিশ, চাঁদপুর কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় পুলিশ সুপার আমন্ত্রিত প্রত্যেকের অভিমত শোনেন এবং নির্বিঘ্নে সুন্দর একটি পূজা উদযাপনের আশ্বাস প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার উপস্থিত সকলের সাথে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপে নি- িদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য মতবিনিময় করেন।

শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা করা, প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভির ক্যামেরা ব্যবস্থা করা। আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার ( মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ বিণয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখা সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়