বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০

মেধাবিকাশে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে যে কটি প্রতিযোগিতা অবদান রাখে, অলিম্পিয়াড তার অন্যতম। মেধাবিকাশে অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে থাকা পরীক্ষা ভীতি দূর করেছে। যদিও বর্তমান সরকার শিশুদের পরীক্ষা নামক যন্ত্রণা থেকে মুক্তি দিতে কারিকুলাম পরিবর্তন করেছে। আমরা চাই প্রতিটি শিশু তার মেধা অনুযায়ী নিজ নিজ অবস্থানে গড়ে উঠুক। যাতে আগামীর বাংলাদেশ থেকে বেকার নামক শব্দটি দূরীভূত হয়। বর্তমানে সর্বোচ্চ পর্যায়ের লেখাপড়া সম্পন্ন করেও অনেক যুবককে বেকার থাকতে দেখা যায়। এ অবস্থা থেকে মুক্তি লাভের উপায় হলো উদ্যোক্তা হওয়া। সরকার চাচ্ছে পড়ালেখা সম্পন্ন করে প্রতিটি মানুষ একজন সফল উদ্যোক্তা হয়ে উঠুক। তবেই আমাদের এই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন সার্থক হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে মোহাম্মদ আলী জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জহিরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়