প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০০:০০
শেখ রাসেল দিবসে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে ১৮ অক্টোবর সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ম্যুরাল উদ্বোধন করেন। এ সময় বিজিডিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাখরাবাদ গ্যাস আদর্শ বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
ম্যুরালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে বঙ্গবন্ধুর পরিবারের নিহত সকল সদ্যস্যের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান। উক্ত আলোচনা সভায় প্রকৌশলী সাইফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (অপারেশন এন্ড মেইন্টেনেন্স) মোহাম্মদ সোলাইমান গাজী, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) প্রকৌশলী মোঃ মোস্তফা মাহিন সোহাগ, উপ-মহাব্যবস্থাপক (পরিকল্পনা) মোঃ বেলায়েত হোসেন, উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ)সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ম্যুরালের উদ্বোধন শেষে মিলাদ মাহফিলসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, রচনা, কবিতা, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজিডিসিএলের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।