প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
শেখ রাসেল দিবস উপলক্ষে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পৌর নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে গেছেন। তাঁর পরিবারের প্রতিটি সদস্যই কণ্টকাকীর্ণ জীবনের অংশীদার। তাই শেখ রাসেলসহ পরিবারের সকল সদস্যই জাতির পিতার মতো দৃঢ়চিত্ত এবং নেতৃত্বগুণের অধিকারী ছিলেন। অন্যদিকে দেশের অন্যতম রাজনৈতিক পরিবারের সদস্য হয়েও তিনিসহ পরিবারের সকলেরই চলাচল ছিলো সাধাসিধে। এর ব্যতিক্রম ছিলেন না শেখ রাসেলও। তাই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা শেখ রাসেলের বেঁচে থাকার আকুতিটুকু কানে নেয়নি। তাকেও তার পরিবারের অন্য সদস্যের মতো নির্মমভাবে মেরে ফেলে। কারণ তারা জানতো, বাঘের ঘরে বাঘই হয়। শেখ রাসেল যদি বেঁচে থাকে, তবে তাদের এই ফলভোগ করতেই হবে। কিন্তু ইতিহাসের নির্মম সত্য, বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে ছিলেন। ফলে দীর্ঘদিন পরে হলেও জাতির পিতার হত্যার বিচার হয়েছে। খুনিদের রায় কার্যকর হয়েছে। এখনো যারা আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে লুকিয়ে রয়েছে, ফিরিয়ে এনে তাদের রায়ও কার্যকর করতে হবে। বঙ্গবন্ধু কন্যা পিতার অসমাপ্ত কাজ তথা সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন।
সভায় বক্তব্য রাখেন নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা রাজীব মজুমদার, রবিউল হোসেন প্রমুখ।