প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে গিয়ে নৌ পুলিশের ধাওয়ায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জেলের নাম শাকিল (১৯)। সে চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের বলাশিয়া গ্রামের রহিম বেপারীর ছেলে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় মেঘনার পশ্চিম পাড়ের চর এলাকায় ওই জেলের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। খবর পেয়ে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ ময়না তদন্তের জন্যে লাশ চাঁদপুর নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর সদর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় আমাদের ফোর্স মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করার সময় একটি জেলে নৌকাসহ জেলেদের আটক করে। ওই সময় একজন জেলে লাফ দিয়ে পালিয়ে যায় বলে আটক জেলেরা পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে, জেলে শাকিল নদীতে পড়ে গিয়ে তাদের মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকার পাখার সাথে আঘাতপ্রাপ্ত হয়ে নিখোঁজ হয়। বুধবার বিকেলে তার লাশ পাওয়া যায়। আমরা আইনগত প্রক্রিয়ায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবো।