প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন ও আলোচনা, দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ রাসেল দিবস-২০২৩ পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অধ্যক্ষ বলেন, শেখ রাসেলসহ ১৫ আগস্টের কালরাতে ঘাতকের হাতে নির্মমভাবে শহিদদের স্বঘোষিত পলাতক খুনিদের ধরে এনে ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে এ জাতিকে অভিশাপমুক্ত করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ, শিক্ষক পরিষদের সম্পাদক মাকছুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, বিলকিস আরা বেগম ও প্রদীপ কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসুদুর রহমান এবং দোয়া পরিচালনা করেন ফয়েজ আহমেদ।