বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০

বাগাদী চৌরাস্তায় বসেছে অবৈধ মেলা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় অবৈধভাবে বসেছে বিভিন্ন পণ্যের মেলা। প্রতি বৃহস্পতিবার এ মেলা বসে বলে জানা যায়। জানা যায়, এক বছরের জন্য জায়গা ভাড়া নিয়ে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এ মেলা বসে থাকে। কোনো নিয়ম না মেনে অনুমতি না নিয়ে এই মেলা বসানো হয়েছে। মেলায় নারী-পুরুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এমনভাবে দোকানগুলো করা হয়েছে, দুর্ভাগ্যবশত অগ্নিকাণ্ড ঘটলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় ভুগছেন সচেতন মহল।

প্রশাসনের অনুমতি না নিয়ে শুধু জায়গা ভাড়া নিয়ে অবৈধভাবে এ মেলা বসানো হয়েছে। পাশাপাশি পাউবোর জায়গার উপরেও তারা দোকান বসিয়েছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিনা অনুমতিতে মেলা বসানো হলেও সেদিকে কারো নজর নেই।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক লোকজন জানান, বাগাদী চৌরাস্তায় সপ্তাহে একদিন মেলা বসে থাকে। প্রতি বৃহস্পতিবার দুপুরের পর হতে মেলায় নারী-পুরুষের ভিড় দেখা যায়। কোনো রকমে আগুনের ঘটনা ঘটলে বিরাট ক্ষতি হবে। এ ব্যাপারে আমরা প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়