প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, শিক্ষাজীবন বড়ই মূল্যবান। এই সময়টাকে যারা হেলাফেলায় কাটিয়ে দেয়, তাদের ভবিষ্যৎ অন্ধকার। যারা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হয়, তারা নিজেদের এবং জাতির জন্যে আশীর্বাদ হয়ে উঠে। অনেক কিছু চুরি করা গেলেও লেখাপড়ালব্ধ জ্ঞান কেউ চুরি করতে পারে না। তাই এই শ্রেষ্ঠ অর্জনটিকে নিজেদের করে নিতে তোমরা নিয়মিত লেখাপড়া করবে বলে বিশ্বাস করি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাজেটের সবচেয়ে বেশি বরাদ্দ শিক্ষাখাতে রেখেছেন। প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই প্রদান করছেন। মেধাবীদের জন্যে বৃত্তি প্রদান করছেন। উচ্চশিক্ষার জন্যে নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করে গ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করছেন। এসবের ধারাবাহিকতা ধরে রাখতে এবং উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। সেজন্যে তোমাদের এবং তোমাদের অভিভাবকদের নৈতিক সমর্থন প্রয়োজন। আশা করছি, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জনগণ আবারো নৌকায় ভোট দিয়ে সকল বিভাগে উন্নয়নের ধারা বজায় রাখতে সুযোগ করে দিবে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের ডিগ্রি কোর্স ১ম বর্ষ (২০২২-২৩) ও একাদশ শ্রেণি (২০২৩-২৪)-এর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।
কলেজ অধ্যক্ষ হরিপদ দাসের সভাপ্রধানে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া।