বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৩, ০০:০০

মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল আলম সিদ্দীক। তিনি বলেন, মামলার বিচার নিষ্পত্তিতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সেতুবন্ধন সৃষ্টি করে। এর মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার পথে বিভিন্ন প্রতিবন্ধকতা দূর হবে। বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা অনেক সহজ হবে।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলম, কার্তিক চন্দ্র ঘোষ, মোঃ নাজমুল হাসান চৌধুরী, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, তন্ময় কুমার দে, মুহাম্মদ বেলাল, মিথিলা রানী দাস, উম্মা বিবি, জেলা জজ আদালতের পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, জেল সুপার ফোরকান ওয়াহিদ, কোর্ট ইন্সপেক্টর শহিদউল্লা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসিন আলম প্রমুখ। উপস্থিত ছিলেন জেলার ৮ থানার অফিসার ইনচার্জ, নৌ-পুলিশ ও পিবিআই’র অফিসারসহ কমিটির অন্য সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়