রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই
বিমল চৌধুরী ॥

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই, জনগণ সাথে আছে। জনগণই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং উন্নয়নের রূপকার শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী এই কথা বলেন।

এই দিন জাতীয় জেলা শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শ্রমিক লীগের ৫৪তম সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সুজিত রায় নন্দী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি বেগবান করার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ গঠন করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকলীগের অবদান অনস্বীকার্য। শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে, শ্রমের বিনিময়ে নিজেদের জন্যেই অর্থ উপার্জন করেন না, তাদের পরিশ্রমেই মিল-কারখানা সচল থাকে, সচল থাকে সকল প্রকার আমদানি-রপ্তানি। তাদের পরিশ্রমেই আজ গড়ে উঠেছে উন্নয়নশীল বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ শ্রমিকরা ঐক্যবদ্ধ। শ্রমবান্ধব প্রধানমন্ত্রীর কল্যাণেই আজ শ্রমিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে, আজ তারা তাদের শ্রমের ন্যায্য অধিকার ফিরে পেয়েছেন। তারা আজ দেশের উন্নয়নে জাতির অর্থনৈতিক সমৃদ্ধি কামনায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আবার সমাজের অসংগতি দূরীকরণে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র তুলে ধরে আরো বলেন, আজ বিরোধী জোট শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম বিঘ্ন করার লক্ষ্যে নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, তারা মানবতার কথা বলে একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন। তারা যতই মিথ্যাচার আর ষড়যন্ত্র করেন না কেন, এদেশের মানুষ এখন ভালো-মন্দ বুঝতে শিখেছে। দেশের জনগণই সকল ষড়যন্ত্র নস্যাৎ করে শেখ হাসিনার মেগা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবেন--এটাই বাস্তব সত্য।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

জাতীয় শ্রমিক লীগ জেলা সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম ওহিদের সঞ্চালনায় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাডঃ বদিউজ্জামাল কিরণ, জেলা শ্রমিক লীগেরসহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ গাজী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ শরীফ আহমেদ, রেল শ্রমিক লীগ নেতা জুয়েল পাটওয়ারী, জেলা রিকশা শ্রমিক লীগ নেতা মোঃ ঈমান হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভাকে কেন্দ্র করে পুরুষ নেতা-কর্মীদের পাশাপাশি মহিলা নেতৃবৃন্দেরও ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণপূর্বক জেলা মহিলা শ্রমিক লীগ গড়ে তোলারও প্রস্তাবনা পেশ করেন। সভা শেষে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়