রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

অপশক্তি প্রতিরোধে আমাদের সকল সময় প্রস্তুত থাকতে হবে
বাদল মজুমদার ॥

জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাসভবনের মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। এ সময় তিনি বলেন, বিগত ১৫ বছরের অর্জনকে ধরে রাখতে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। সামনে জতীয় নির্বাচন। সে নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাত অপশক্তি আন্দোলনের নামে সারাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপি-জামাত অপশক্তির প্রতিরোধ করতে আমাদের সকল সময় প্রস্তুত থাকতে হবে। আজকের এ শুভদিনে সকল শ্রমিক ভাইদের প্রতি আমার শুভেচ্ছা ও অভিবাদন রইলো।

আলোচনা সভায় সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগে সদর উপজেলা শাখার সভাপতি শাহ আলম মিয়াজী ফুটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহম্মদ আলী মাঝি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, জনতা ব্যাংক সিবিএর সভাপতি, হাইমচর উপজেলার সভাপতি সোবহান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সদস্য ইমাম আলী, জেলা রিকশা শ্রমিক লীগের সভাপতি আবু আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও যুগ্ম সম্পাদক দেলওয়ার হোসেন।

বক্তারা বলেন, আগামী নির্বাচন সামনে। তাই শেখ হাসিনার দেশব্যাপী উন্নয়নের সাথে সাথে চাঁদপুরে দীপু মনির উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবেন। সাথে সাথে বিএনপি-জামাত অপশক্তির দেশ বিরোধী কর্মকাণ্ডকে প্রতিহত করতে সকলে ঐক্যবদ্ধ থাকবেন। দীপু মনি এ অঞ্চলের পরীক্ষিত নেতা, তাই আবারও নেকৈায় ভোট দিয়ে দীপু মনিকে জয়ী করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখুন।

অনুষ্ঠানে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, সদস্য আবদুল গণিসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়