প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০
আজ পূর্ণয়ের উদ্যোগে প্লাস্টিক বর্জ্যরে বিনিময়ে গাছের চারা দেয়া হবে। বেলা ১২টায় চাঁদপুর ক্লাবে আয়োজিত এ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
‘পূর্ণয়’ সূত্রে জানা যায়, ফুল গাছ (হাসনাহেনা, টগর, বেলি, জবা, রেইনলিলি, রজনীগন্ধা, কলাবতী, রুয়েলিয়া, সন্ধ্যামালতী), ফলদ গাছ (আম, কাঁঠাল, পেয়ারা, জাম, করমচা, জলপাই ও আমলকি), ঔষধি গাছ (নিম, তুলসী, হরতকি ও বহরা) এবং কাঠগাছ (কড়ৈ, শিশু ও আকাশমণি) বিতরণ করা হবে। প্রত্যেকের সংগ্রহ করে আনা প্লাস্টিকের পরিমাণের ভিত্তিতে ‘পূর্ণয়’ স্বেচ্ছাসেবকরা গাছের সংখ্যা নির্ধারণ করবে। ফুল ও ফলদ গাছের জন্যে ১ লিটার বোতলের সমপরিমাণ পাঁচটি প্লাস্টিকের দ্রব্য (বোতল বা প্লাস্টিকের তৈরি অন্য যে কোনো জিনিস), ঔষধি ও কাঠ গাছের জন্যে ১ লিটার বোতলের সমপরিমাণ তিনটি প্লাস্টিকের দ্রব্য জমা দিতে হবে।