রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০০:০০

আইন অমান্য করে যে সকল মৎস্যজীবী নদীতে নামবেন, শুধু জেল জরিমানা নয় তাদের জেলে কার্ড বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক সভা, র‌্যালি ও মেঘনায় নৌ-টহল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১২ অক্টোবর শুরু হওয়া এই অভিযান উপলক্ষে চাঁদপুর জেলার বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে (বড়স্টেশন মোলহেডে) আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

তিনি এই অভিযানকে সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। অভিযান সফল করতে কঠোরতার সাথে আইন প্রয়োগের বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন। তিনি আরো বলেন, আইন অমান্য করে যে সকল মৎস্যজীবী নদীতে নামবেন তাদেরকে শুধু জেল-জরিমানা নয়, একই সাথে তাদের জেলে কার্ড বাতিলের বিষয়টি বিবেচনা করা হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম পিপিএম।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, এনএসআই-এর উপ-পরিচালক শেখ আরমান আহমেদ, ইলিশ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুর রহমান, আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক, মৎস্যজীবী নেতা তসলিম বেপারী প্রমুখ।

এ সময় মৎস্য বিভাগ, জেলা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জেলেসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সচেতনতামূলক সভা শেষে উপস্থিত সবাই মিলে এক বর্ণাঢ্য নৌ-র‌্যালি সমন্বিতভাবে পদ্মা-মেঘনার বিস্তীর্ণ এলাকাজুড়ে পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়