প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে বোগদাদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকের সাথে সংঘর্ষ ঘটিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। সোমবার দুপুর আড়াইটার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ ও অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তার পাশে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যায়। ফলে বাবুরহাট এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ও রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণের কাছ থেকে জানা যায়, চাঁদপুর থেকে কুমিল্লাগামী বোগদাদ বাস (ঢাকা মেট্রো ব ১৪-৫০৭৭) বাবুরহাটে চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকের সাথে সংঘর্ষ ঘটিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণ আহত অটোবাইক ড্রাইভারকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে বলে জানা যায়। তবে এতে বাসে থাকা যাত্রীরা ও ড্রাইভার অক্ষত থাকেন।