প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের শ্রেষ্ঠ চেয়ারম্যান হাজী আব্দুল হাদী মিয়া গত ২১ সেপ্টেম্বর দিবগত রাত ১১ টা ২০ মিনিটে হাজীগঞ্জ শহরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। ২২ সেপ্টেম্বর সকাল ১০টায় ১ম জানাজা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ২য় জানাজা রাজারগাঁও বাজার কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজীর নেতৃত্বে নেতা-কর্মীবৃন্দ, হাজীগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যানের পক্ষে ইউপি চেয়ারম্যান ইউসুফ সুমন প্রধানীয়া, রাজারগাঁও ইউনিয়ন পরিষদের পক্ষে আলমগীর কাজীর নেতৃত্বে অন্যরা, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক হাজী আবুল কালামের নেতৃত্বে অন্যরা, যুবলীগের পক্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম. ফয়েজ বাবুর নেতৃত্বে অন্যরা, ছাত্রলীগের পক্ষে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সোহাগ আহমেদের নেতৃত্বে অন্যরা, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের নেতৃত্বে অন্যরা, যুবদলের সহ-সভাপতি বাসার আহমেদের নেতৃত্বে অন্যরা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর নয়নের নেতৃত্বে অন্যরা, ছাত্রদলের সভাপতি ইউনুছ খানের নেতৃত্বে অন্যরা, রাজারগাঁও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে মোঃ আলী আহমেদের নেতৃত্বে অন্যরা। এভাবে তার কফিন ফুলে ফুলে ঢেকে গেলো, মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মৃত আব্দুল হাদী মিয়া।