বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান আঃ হাদীর ৩ দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের ১নং রাজারগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ঢাকার কাওরান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে একাধিক পুরস্কার পাওয়া আলহাজ্ব আব্দুল হাদী (৬০)-এর তিন দফা জানাজা শেষে পূর্ব বাজারগাঁও নিজ বাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। বিশেষ করে রাজারগাঁও বাজারস্থ ঈদগাহ মাঠ, মসজিদ আর রাজারগাঁও ফাজিল মাদ্রাসা মাঠ মুসল্লিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে তিনি হাজীগঞ্জ বাজারস্থ নিজ বাড়িতে স্ট্রোক করেন। তারপরেই তাকে বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চেয়ারম্যান হাদীর মৃত্যুতে আওয়ামী পরিবারে নেমে আসে শোকের ছায়া। মরহুম আলহাজ্ব আব্দুল হাদী মিয়া পূর্ব রাজারগাঁও গ্রামের কবিরাজ বাড়ির মৃত ইব্রাহিম মাস্টারের ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত নৌকা প্রতীক নিয়ে টানা তিনবার নির্বাচিত হয়েছেন।

মরহুমের প্রথম জানাজা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠে। উক্ত জানাজায় ইমামতি করেন কচুয়া উজানী দরবার শরীফের পীর মাওলানা মোঃ আশেকে এলাহী। জানাজার পূর্বে তাঁর স্মৃতিচারণ করে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব আহসান হাবীব অরুণ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, বর্তমান ইউপি চেয়ারম্যানদের পক্ষে মানিক হোসেন প্রধানীয়া, সাবেক ইউপি চেয়ারম্যানদের পক্ষে আলহাজ্ব সফিকুল ইসলাম মীর, পরিবারের পক্ষ থেকে মোঃ আইয়ুব আলী, মুরাদ হোসেন প্রমুখ।

রাজারগাও ঈদগাহ ও ফাজিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কবির হোসেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুর রশিদ, রাজারগাঁও ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ আনিছুর রহমান, ৩নং কালচোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মানিক হোসেন প্রধানীয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক হান্নান পাটওয়ারী, পরিবারের পক্ষে মরহুমের একমাত্র ছেলে মোঃ মুরাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহ নেওয়াজ মুন্সী। রাজারগাঁওয়ে মরহুমের জানাজায় ইমামতি করেন রাজারগাঁও বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব আঃ কুদ্দুছ।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মিজানুর রহমান তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ রফিক পাটওয়ারীসহ হাজীগঞ্জ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও ব্যবসায়ীবৃন্দ।

মরহুমের তৃতীয় জানাজা মরহুমের বাড়ির সামনে তাঁর প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গোলামুর রহমান গোলাপ ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম।

এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারী, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোঃ নূরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নূরুল আমিন হেলাল, গিয়াস উদ্দিন বাচ্চু, আবু তাহের প্রধানীয়াসহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এছাড়া হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বিসহ অন্যান্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরাসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়