প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন চিত্র জনগণের কাছে তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার ভোট প্রার্থনা করে দিনব্যাপী নেতা-কর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এবং চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি গণসংযোগ করেন। তিনি চাঁদপুর পুলিশ সুপার কার্যালয় সংলগ্ন ষোলঘর রহমানিয়া পাকা জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন এবং মসজিদের উন্নয়নের জন্যে আর্থিক অনুদান প্রদান করেন।
বিকেল সাড়ে ৩টায় পুরাণবাজারে চাঁদপুর পৌর ১নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ময়না বেগমের মেয়ে অসহায় রেহেনা আক্তারকে বসতঘর করার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
এছাড়াও তিনি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর খান বাড়ি জামে মসজিদে আছর নামাজ শেষে পারিবারিক কবরস্থান বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
সন্ধ্যায় হাইমচর উপজেলার আলগী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান ব্যবসায়ীদের কাছে বর্তমান সরকারের নানামুখী উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করার বিষয়ে বলেন। এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান সরকারের সকল উন্নয়ন বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগ সরকারকে আবারও সমর্থন দিয়ে দেশের উন্নয়নের জন্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে কোনো অপশক্তি আমাদেরকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ্। আপনারা সবাই উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিজানুর রহমান খান, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, নারগিস আক্তার, আছমা আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রুবি আক্তার, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।