বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ইলিশ কিনে বাড়ি ফেরা হলো না পিতার
রেদওয়ান আহমেদ জাকির ॥

চাঁদপুর থেকে ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে বাবুরহাট-মতলব পেন্নাই আঞ্চলিক সড়কের কালিভাংতি এলাকায় সিএনজি-মোটরসাইকেল সংর্ঘষ হয় একজনের মৃত্যু ও দুজন গুরুতর আহত হয়েছে।

জানা যায়, ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নারায়ণপুর হোসেন পাটোয়ারী বাড়ির মৃত শহীদ উল্লা পাটোয়ারী ছেলে নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম পাটোয়ারী লেলিন ও তার ছেলে ইব্রাহিম ব্যবসায়ী কাজে চাঁদপুরে যান। কাজ শেষে ইলিশ মাছ কিনে বাড়ি ফেরার পথে কালীভাংতি এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি স্কুটার ও মোটরসাইকেলের সংর্ঘষ হয়। এ সময় সিএনজি স্কুটার চালকসহ তিনজন গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সেলিম পাটোয়ারী লেলিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে চিকিৎসা দেন।

ময়নাতদন্ত শেষে মৃতদেহ এলাকায় নিয়ে আসলে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। পরে বাদ মাগরিব পাটোয়ারী বাড়ি মাদ্রাসার মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

এ সময় বাড়ির দুলাল পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর হোসেন রিপন মীর, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, উপজেলা কৃষক দলের সভাপতি হানিফ পাটোয়ারী প্রমুখ মরহুমের স্মৃতিচারণ করেন। মরহুমের ছেলে হাছেম পাটোয়ারী পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সকলের দোয়া কামনা করেন। পরে পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়