প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন, এখনই সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। জনসাধারণকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের কথা বলতে হবে। নৌকা মার্কার কথা বলতে হবে। তাহলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে সুবিধা হবে ও আপনারা সফল হবেন।
২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলার হযরত শাহ্ সোলেমান লেংটার মাজার জিয়ারত শেষে আলহাজ্ব ইদ্রিস আলী সরকার বাড়ি প্রাঙ্গণে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। দেশের চলমান স্থিতিশীলতা বিনষ্টের জন্যে তারা যতই চেষ্টা করুক, কখনও সফল হবে না। আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই। তারা এসব করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, এরা দেশ ও জাতির শত্রু।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও গতিশীল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রতি আস্থা রাখুন।
সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সির সভাপ্রধানে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দীন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার সরকার প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম হাওলাদার, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ আহসান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশফাক চৌধুরী মাহী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন শরীফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান মিঠু, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নান্নু মিয়া, ষাটনল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লা সরকার, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবান সরকার (সুবা), সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বেপারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ছেংগারচর পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ডাবলু, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর সংগঠনের সভাপতি জুয়েল, সাদুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক খোকা, যুবলীগ নেতা মহসিন হোসেন সিয়াম, মহিলা আওয়ামী লীগ নেত্রী শান্তা ইসলাম পুষ্প, হাসিনা বেগম, শিলা মনিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।