প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
শিক্ষামন্ত্রী আজ চাঁদপুর আসছেন
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ ২২ সেপ্টেম্বর একদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ দুপুর ২টায় তাঁর চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ বাসভবনে পৌঁছবেন। পরে দুপুর ৩টায় তার বাসভবনেই প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে চাঁদপুর পৌর, সদর এবং হাইমচর উপজেলা যুবলীগের কর্মী সভায় তিনি মিলিত হবেন। বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় তিনি চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশানাল স্কুল বাবুরহাট ক্যাম্পাসে অনুষ্ঠিত চাঁদপুর ডিবেট মুভমেন্ট (সিডিএম)-এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এ অনুষ্ঠান শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।