প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জেলা পূজা উদযাপন পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল ১৯ সেপ্টেম্বর রাতে কালীবাড়ি মন্দিরে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয়। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন চন্দ্র দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তীসহ কমিটির বাকি ৯ জন সদস্য।