বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন শেখ হাসিনা
ফরহাদ চৌধুরী ॥

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করিয়েছেন। আওয়ামী লীগের কাছেই বাংলাদশ নিরাপদ। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশী লভিষ্ট নিয়োগ করে বিশৃঙ্খল সৃষ্টি করে ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। বঙ্গবন্ধু কন্যা ৪২ বছর ধরে দেশের উনয়নে কাজ করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তৃণমূল নেতা-কর্মীগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি সোমবার দুপুরে কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযাগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগর উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন লিটন, আওয়ামী লীগ নেতা প্রদীপ সরকার প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়