প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এদেশের মানুষের জন্যে শুধু একটি স্বাধীন দেশ ও একটি পতাকার স্বপ্ন দেখেন নি। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি জীবদ্দশায় তাঁর সফল বাস্তবায়ন না করে যেতে পারলেও তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন। গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার স্থানীয় সরকারের মাধ্যমে উন্নয়নের ¯্রােতধারা বইয়েছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ঘোষণা দিয়ে সরকার তার বাস্তবায়ন করেছেন। এখন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। আজ অনলাইনের মাধ্যমে ঘরে বসেই সেবা গ্রহণ করছেন এদেশের মানুষ। এক সময় টিআর, কাবিখা দিয়ে নামমাত্র কাজ করা হতো। কিন্তু বিগত ৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ইটের সলিং করছেন টিআর, কাবিখা দিয়ে। ফলে টেকসই উন্নয়ন আজ সারা বাংলাদেশে দৃশ্যমান। আজ বিশ্বে বাংলাদেশের কোনো মানুষ দেখলে তারা আমাদের সম্মানের চোখে দেখে। কিন্তু এতসব উন্নয়ন হলেও তা প্রচার তথা জনগণের কাছে পৌঁছায় না। স্থানীয় সরকারের কর্মকর্তা-কর্মচারীদের পাশপাশি জনপ্রতিনিধিদেরও দায়িত্ব এসব উন্নয়ন কর্মকাণ্ডের কথা ব্যাপকভাবে প্রচার করা। এতে বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধী জোট যেভাবে অপপ্রচার করছে, তার যথাযোগ্য জবাব হবে।
১৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জে স্থানীয় সরকার দিবসে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মন্ডলের সভাপ্রধানে সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূূমি) আজিজুন্নাহার, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, ইউপি চেয়ারম্যান শরিফ খান।
আরে আগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি শেষে তিন দিনব্যাপী আয়োজিত মেলার ফিতার কেটে উদ্বোধন করেন তিনি।