প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মতলব প্রেসক্লাবের সদস্য ও কর্মরত সাংবাদিকদের সাথে মতলব দক্ষিণ থানার নবাগত অফিসার ইনচার্জ রিপন বালার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর শুক্রবার থানার সার্ভিস ডেলিভারী কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা। বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন দেওয়ান, সোবহান ফারুক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন তালুকদার, অর্থ সম্পাদক পলাশ রায়, দপ্তর সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, প্রচার সম্পাদক শরীফ পাটোয়ারী, ক্রীড়া সম্পাদক সমীর ভট্টাচার্য্য বলু, সদস্য লোকমান হোসেন হাবীব, আব্দুল মান্নান খান, সফিকুল ইসলাম রিংকু, সাংবাদিক মাসুম সরকার, তপছিল হাসান, শ্যামল ভট্টাচার্য্য, জিএম আব্দুল কাদির, ফয়সাল খন্দকার, রতন চক্রবর্তী, মোঃ মাইন উদ্দিন দেওয়ান, মোঃ মানির হোসেন, কাজী নজরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মতলব প্রেসক্লাবের সদস্য লোকমান হাবীব, গীতা পাঠ করেন মতলব প্রেসক্লাবের সভাপতি নিমাই চন্দ্র ঘোষ।
অফিসার ইনচার্জ রিপন বালা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ, চাঁদাবাজীসহ সব অপরাধ কমে যাবে। চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের কাছে (বিশেষ করে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং) জানতে চান এবং এ সকল সামাজিক সমস্যা নির্মূলে সাংবাদিকদের যে কোন পরামর্শ অত্যন্ত গুরুত্ব সহকারে আমলে নেয়া হবে বলেও জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।