বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

অধ্যাপক মোহাম্মদ হোসেন খান গুরুতর অসুস্থ ॥ দোয়া কামনা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সংবাদ সংস্থা বাসস-এর সাবেক জেলা প্রতিনিধি, চাঁদপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ হোসেন খান গুরুতর অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

তার পরিবার থেকে জানানো হয়, তিনি গত ৭ সেপ্টেম্বর রাতে ঢাকার জোয়ার সাহারাস্থ নিজ বাসায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় সাথে সাথেই স্বজনরা তাঁকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর দেখে হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। ৭ দিন তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় তত্ত্বাবধানে ছিলেন। এরপর চিকিৎসায় একটু উন্নতি হলে তাঁকে আইসিইউ থেকে এসডিইউতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি এসডিইউতে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

অধ্যাপক মোহাম্মদ হোসেন খান ব্রেন স্ট্রোক করার আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। তিনি ১৯৯৩ সালের ডিসেম্বরে ভারতের কলকাতায় ডাঃ দেবী শেঠীর তত্ত্বাবধানে ওপেন হার্ট সার্জারী করে আসেন। পরিবারের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতসহ চাঁদপুরের সর্বস্তরের সুধীজন এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়