বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মতলবে তুচ্ছ ঘটনায় ভাগিনার হাতে মামা খুন ॥ আহত ১
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়া গ্রামের মোল্লা বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগিনা আরিফ (২০)-এর হাতে মামা মোঃ মানিক মোল্লা (২৫) খুন হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী সাথী আক্তার। ১৬ সেপ্টেম্বর দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী সাথী ও বোন মিনারা জানান, আরিফ একজন অটোচালক। তাদের বাড়িতে বিদ্যুৎ না থাকায় সে এখানে অটো চার্জ দিতো। ঘটনার দিন ছোট বোনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় ভাগিনা আরিফ মামী সাথীকে চুলের মুঠি ধরে অকথ্য ভাষায় গালমন্দসহ মারধর করে। এ সময় প্রতিবেশী ও বোন মিনারা তাকে উদ্ধার করে। পরে আরিফ অটো নিয়ে চালানোর জন্য রাস্তায় গেলে মামা মোঃ মানিক মোল্লা তাকে ঝগড়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। এতে আরিফ উত্তেজিত হয়ে বাড়ি ফিরে আসে। এ সময় নিহতের অপর বোন আরিফের মা লুৎফা বেগম বিষয়টি জানতে পেরে মানিক মোল্লাসহ তার স্ত্রী এবং অন্যান্য বোনকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করে। এ সময় নিহতের বোনজামাই আনোয়ার সেখানে উপস্থিত হন। আনোয়ারের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মানিক মোল্লাকে মেরে ফেলতে বলে। এ সময় আরিফ মামা মানিক মোল্লার বুকে ছুরিকাঘাত করে। সাথে সাথে মানিক মোল্লা চিৎকার দিয়ে মাটিয়ে লুটিয়ে পড়ে। আহত মানিক মোল্লাকে স্ত্রী সাথী, বোন মিনারা ও এলাকাবাসী মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ডাঃ লিমন তাকে মৃত ঘোষণা করেন।

পাশর্^বর্তী বাড়ির বাসিন্দা জিশান ও অন্যরা জানান, আরিফ একজন বখাটে ও নেশাখোর। সে বিভিন্ন সময় নানা কারণে মামী সাথীকে মারধর করতো। মানিক মোল্লা দীর্ঘদিন যাবৎ ঢাকায় অটোরিকশা চালাতেন। গত ১৫/১৬দিন পূর্বে তিনি বাড়িতে এসে দিনমজুরের কাজ করছিলেন। তিনি ছিলেন একজন সহজ-সরল ব্যক্তি। তার সিনথিয়া ইসলাম জান্নাত নামে এক কন্যা সন্তান রয়েছে। তারা ৩ ভাই ও ৫ বোন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপক্সের কর্মকর্তা ডাঃ লিমন জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে বুকের ডান পাশে হার্টের কাছাকাছি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়