বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সরকারের সকল উন্নয়ন জনগণ ও ভোটারদের কাছে পৌঁছে দিন
হাছান খান মিসু ॥

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শেখ মোস্তফার সভাপতিত্বে ও পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

এ সময় তিনি তাঁর বক্তব্য বলেন, সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করতে হলে সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। সরকারের সকল উন্নয়ন জনগণ ও ভোটারদের কাছে পৌঁছে দিন।

জননেত্রী শেখ হাসিনাকে আবারো ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করুন এবং দেশের অগ্রযাত্রার উন্নয়নকে বেগবান করুন। জামাত-বিএনপির অপপ্রচারে কেউ কান দিবেন না। জামাত বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবলীগকে সবসময় প্রস্তুত থাকতে হবে।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন। বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ মালেক শেখ।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন বাবু পাটওয়ারী।

এছাড়াও বর্ধিত সভায় বক্তব্য রাখেন পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহ আলম মজুমদার নান্নু, চাঁদপুর পৌর যুবলীগের সদস্য অ্যাডঃ কবির চৌধুরী, স্বপন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম মাল ও ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোঃ রিয়াজ শেখ। বর্ধিত সভায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল মাঠে প্রবেশ করেন ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মাল।

উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আব্দুল গণি গাজী, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হোসেন শেখ, মোজাম্মেল পাটওয়ারী, ফারুক মজুমদার, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল খান, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন গাজী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন মালসহ ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুর পৌর ১৪নং যুবলীগের এই বর্ধিত সভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়