প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
এক মাদক মামলার আসামীর জানাজা থেকে পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে পাওয়া আসামী জাকির হোসেন (৩৮) ওরফে গান্ধীকে এবার ইয়াবাসহ আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের তার নিজ বাড়ি থেকে ২৮০ পিচ ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করে পুলিশ। সে ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আটকের পর জাকিরের দেহ তল্লাশী করে তার পরনের লুঙ্গির সামনে কোমরের গোছা হতে ২টি নীল রংয়ের এয়ারটাইট পলিপ্যাক পাওয়া যায়। যার ভেতরে মিলে ২৮০ পিচ গোলাপী রংয়ের ইয়াবা।
পুলিশের সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামী জাকির দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে বিক্রয় করে আসছে।
জাকিরকে আটকের নেতৃত্বদানকারী হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহল আলম চৌধুরী জানান, জাকিরের নামে নিয়মিত মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃত জাকিরের নামে সব মিলিয়ে ২২টি মামলা রয়েছে।