বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

সাহারপাড় দিঘি কেন্দ্রিক পর্যটন স্থান নির্মাণে ভূমির পরিমাপ সম্পন্ন
ফরহাদ চৌধুরী ॥

কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী সাহারপাড় দিঘি কেন্দ্রিক পর্যটন স্থান করার লক্ষ্যে ভূমির পরিমাপ সম্পন্ন হয়েছে। ১৪ সেপ্টেম্বর এ পরিমাপ শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার তানিয়া বলেন, গত ৫ দিন ধরে আজ শেষদিনে ডিজিটাল পরিমাপের মাধ্যমে আমরা এ কাজ শেষ করেছি। পরিমাপে আমরা ৯ একর ৯ শতক রাজস্ব ভূমি সীমানা নির্ধারণ করে দিয়েছি। তবে বিএস রেকর্ডে সম্পত্তির পরিমাণ ১৪ একর ৮৭ শতক, নকশা পরিমাপে যে সম্পত্তির পরিমাণ ১৫ একর ১৯ শতক। তানিয়া আরও জানান, এ ভূমিতে পর্যটন কেন্দ্র করা হলে এই এলাকার অনেক যুবকের কর্মসংস্থান হবে।

এদিকে স্থানীয় মহিব উল্যাহ নামে এক ব্যক্তি জানান, সরকারের ১৪ একর ৮৭ শতক ভূমির মধ্যে ১৯৬০ সালে আমার পিতা সরকার থেকে নিলাম সূত্রে ৫ একর ৭৮ শতক সম্পত্তি ক্রয় করেন। এই পরিমাপের মধ্যে সেই সম্পত্তিতেও সীমানা নির্ধারণ করে দেয়া হয়েছে। সরকার পর্যটন কেন্দ্রের প্রয়োজনে এ জমি চাইলে আমি তা জনস্বার্থে দিয়ে দিবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়