প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলায় জাকের পার্টির নির্বাচনী কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর গোহট উত্তর ইউনিয়নের নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সিরাজ কন্ট্রাক্টর বাড়ির মাঠে কাউন্সিল অধিবেশনে ১৯৭ ভোট পেয়ে কচুয়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-০১ (কচুয়া) আসনে মোঃ মাসউদুল আহসান দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা জাকের পার্টির কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন পেয়েছেন ৬ ভোট। কাউন্সিল অধিবেশন শেষে মতবিনিময় সভায় চাঁদপুর জেলা (উত্তর) জাকের পার্টির সভাপতি ওবায়েদ মোল্লার সভাপতিত্বে ও স্থায়ী কমিটির সদস্য হাফেজ কাউছার আহমেদ চাঁদপুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
সভায় উপস্থিত ছিলেন জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি সদস্য শেখ নজরুল ইসলাম লিটন, আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী, জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোর্শেদ হাসান জামাল, জাকের পার্টি মৎসজীবী ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, জাকের পার্টি সিনিয়র ও যুব হিন্দু ভক্ত ফ্রন্ট বিপ্লব বণিক, জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রশিদ হাওলাদার, জাকের পার্টি কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির প্রমুখ।