বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

শিশু জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ উপলক্ষে মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০২৩ ও বিধি ২০১৭ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে ঢাকা মহাখালী জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন)-এর আয়োজনে কর্মশালাটি বাস্তবায়নে ছিলো চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ রোশন জাহান আক্তার আলো। তিনি তার বক্তব্যে বলেন, মায়েরা সুস্থ থাকলে বাচ্চাও অটোমেটিক সুস্থ থাকবে। আইন প্রয়োগ করে সবকিছু সম্ভব নয়। নিজেদের সচেতন হতে হবে। শিশু জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে। জন্মের পর ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে। আমাদের মায়েদের বাচ্চাদের সাথে একটু বেশি সময় দিতে হবে। মায়েদেরকে বুঝাতে হবে জন্মের পর বাচ্চাদের মায়ের দুধ খাওয়াতে হবে। এর পাশাপাশি মাকেও খেতে হবে। তিনি বলেন, অনেক তাড়াহুড়ো থাকবে, পরিশ্রম থাকবে। কিন্তু বাচ্চাদের যত্ন নিতে হবে। মায়ের দুধের বিকল্প নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা শিশুদের মায়ের দুধ দিতে পারি না। তা করা যাবে না। এ জন্যে চিকিৎকের পরামর্শ নিতে হবে।

সভাপতির বক্তব্যে চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, মাতৃদুগ্ধের মধ্যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ প্রথম। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের স্মার্ট নাগরিক হতে হবে। আপনার আমার আশপাশে প্রতিদিন বিভিন্ন কোম্পানির প্রতিনিধি ঘুরঘুর করে। তাদের ফাঁদে কেউ পা দিয়ে বাচ্চাদের দুধের ডিব্বা খাওয়াবেন না । জন্মের পর নিয়মিত শিশুদের মায়ের দুধ খাওয়াতে হবে।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোস্তাফিজুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, গাইনী বিশেষজ্ঞ ডাঃ তাবেন্দা আক্তার, হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ জামাল হোসেন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ ইউছুফ।

মাতৃদুগ্ধের গুরুত্ব, উপকারিতা এবং মাতৃদুগ্ধ বিকল্প আইন ভিডিও ডকুমেন্টারীর মাধ্যমে তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তানজির আনোয়ার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়