প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে ৮শ’ পিচ ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় আটককৃতদের কাছ থেকে আরো ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গত বুধবার ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে কৈয়ারপুল এলাকার উচ্চঙ্গা গ্রামের শফিকুর রহমানের মুরগীর ফার্মের কাঁচা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন : চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গাজী বাড়ির নূরুল ইসলাম গাজীর ছেলে আজাদ গাজী (৩৪) ও হাজীগঞ্জের উচ্চঙ্গা মুন্সী বাড়ির নূরুল আমিনের ছেলে জাকির হোসেন শাহিন (৪৪)। আটককৃত উভয়কে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হযেছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।
পুলিশ জানায়, চাঁদপুর সদরের মাদক কারবারি আজাদ গাজী দীর্ঘদিন ধরে হাজীগঞ্জসহ তৎসংলগ্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এদিন বিকেলে সে ইয়াবা নিয়ে কৈয়ারপুল এলাকায় আসলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। তাদের কাছে থাকা ৮শ’ পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ৮০ গ্রাম, ১টি Honar এবং vivo Y20 ব্রান্ডের মোবাইল ফোন, Hero ব্রান্ডের Hunk মোটরসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, আটককৃতদেরকে আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে পাঠায়।